নির্বাচনের আগে শহরের আনাচে-কানাচে ঢাউস ব্যানার। তৃণমূল নেত্রীর ছবি দিয়ে স্লোগান,'বাংলা তার নিজের মেয়েকেই চায়'। বিজেপিকে বহিরাগত আক্রমণের আবহেই এই প্রচার তুঙ্গে তুলেছে তৃণমূল। রবিবার ব্রিগেডে তৃণমূলের 'বহিরাগত' অস্ত্রে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন নরেন্দ্র মোদী।
মোদীর কথায়, "বাংলা আপনাকে দিদির ভূমিকায় বেছেছিল। কিন্তু আপনি নিজেকে এক ভাইপোর পিসিতেই কেন সীমিত থেকে গেলেন? কেন এক ভাইপোর মোহ ছাড়তে পারলেন না? বাংলার লক্ষ লক্ষ ভাইপো ভাইঝিকে কেন দেখলেন না? আপনিও কংগ্রেসী সংস্কারকে ছাড়তে পারলেন না দিদি।"
মোদী আরও বলেন, 'সারা জীবনে কয়েকশো সভা করেছি কিন্তু এত বড় রাজনৈতিক সভা আগে দেখিনি। এই সভা সফল করার জন্য বাংলা তথা কলকাতার ভাই-বোনদের প্রণাম। আজই মনে হচ্ছে ২ মে সবাই আসল পরিবর্তন দেখতে এসেছেন।'
এর পরে তিনি বলেন,'দিদি বাংলায় পদ্ম ফুটতে চলেছে তো আপনার জন্যেই। বাংলায় আপনার সরকারের পাঁকেই তো পদ্ম ফুটছে। গণতন্ত্রের নামে বাংলায় লুঠতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি করেছেন, তাই আজ বাংলায় পদ্ম ফুটছে। দিদিকে অনেক দিন ধরে চিনি। বামপন্থীদের বিরুদ্ধে লড়া দিদি এমন ছিলেন না। কিন্তু আজ দিদির রিমোট কন্ট্রোল অন্যের হাতে। দিদি নিজে কাজ করছেন না, কাউকে করতেও দিচ্ছেন না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন